রবিবার , ৫ ডিসেম্বর ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী-বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ৫, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
ঈশ্বরদী-বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

ঈশ্বরদীতে বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা-জনতার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরে মাহবুব আহমেদ খান উন্মুক্ত স্মৃতি মঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান ও বর্তমানে পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রাজ্জাক মিলনের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, শ্রমিক নেতা মো. রশিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা হাবিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।


  • বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ঈশ্বরদীর বিশিষ্টজন, কলাম লেখক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।

সাংসদ নুরুজ্জামান বিশ্বাস বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি প্রকাশ্য জনসমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার শহরের থানাপাড়ায় নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত ও আহত করা হয়। পরদিন রাতে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে থানাপাড়ার আলতাফ হোসেন, বিপন হোসেনসহ চার থেকে পাঁচজনের নামে মামলা করেন। তবে কেউ গ্রেপ্তার হয়নি।

জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>