রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. তারুণ্য
  11. দাশুড়িয়া
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. পাকশী
  15. পাবনা

লালপুরে এক সাথে ৩ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৪, ২০২১ ৪:২৫ পূর্বাহ্ণ

নাটোরের লালপুরে এক সাথে তিন নবজাতকের জন্ম দিয়েছেন রেখা খাতুন (২২) নামের এক প্রসূতি।
গতকাল ২৩ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপালপুরের স্থানীয় মুক্তার জেনারেল হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওই গৃহবধু। তিন সন্তানের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে। রেখা খাতুন লালপুর উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর হাসপাতালে অনেকেই ভীড় জমাচ্ছেন।

তিন সন্তান ও মা ভালো আছেন বলে জানিয়েছেন মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন। তিনি বলেন, ‘এই প্রথম তার হাসপাতালে এক সঙ্গে তিন শিশু জন্ম গ্রহণ করলো।
মা ও শিশু সবাই সুস্থ আছেন।’নবজাতক তিনটির বাবা সাগর ইসলাম বলেন, আজ বিকেলে তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে নিকটস্থ মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করি।পরে সন্ধ্যার দিকে অপারেশনের মাধ্যমে ২ ছেলে ও ১ কন্যা সন্তান এক সঙ্গে প্রসব করে।

তিনি মহান আল্লাহপাকের প্রতি শুকরিয়া আদায় করে বলেন মা ও সন্তানদের সুস্থ্য রাখার জন্য আমি খুব খুশি।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!