শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী জয়ী

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৪, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ

সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকের চেয়ে ৬৫ হাজারের বেশি ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। ভোটের ব্যবধান ৬৫ হাজার ৩১২ ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট আর বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন ৬৪০ ভোট।

আজ শনিবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৫৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পর জয়ী নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান আতিক।

এর আগে সিলেট-৩ আসনের উপনির্বাচনে ১৪৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম।

সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ আসন গঠিত। আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>