আমাদের ছেলেবেলায় গ্রামীণ জনপদে গরু-লাঙল দিয়ে কৃষককে অহরহ জমি চাষ করতে দেখতাম। সময়ের ব্যবধানে ডিজিটাল যুগ এসে প্রযুক্তির বিকাশে আধুনিক কৃষি যন্ত্রপাতি আসে। হারিয়ে যায় সেই চিরচেনা গরু আর লাঙল দিয়ে জমি চাষ।
দীর্ঘদিন পর গতকাল মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর সাহাপুর লাদেন মোড় এলাকায় দেখা মিলল গরু-লাঙ্গলের সেই পুরাতন চাষ পদ্ধতি। কৃষক মই দিয়ে বীজ বপনের জন্য প্রস্তুত করছেন তার জমি। এ প্রজন্মের কাছে ছবিগুলো সত্যিই অনেকবেশি কাংখিত ও আবেগময়।
ছবি : মো: রকিবুল।