রোববার পাকশী হাসেম আলী মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাশেষে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল,সাধারণ সম্পাদক বাবু মন্ডল এর সাথে একান্তে বিনয়াবনত গালিবুর রহমান শরীফ। উপস্থিত সিনিয়র অন্যান্য নেতাকর্মীরা তার বিনয়াবনত দেখে মুগ্ধ হয় এবং বলেন প্রকৃত নেতা তো সেই গুরুজনদের শ্রদ্ধা এবং ছোটদেরকে আদর ভালবাসায় আগলে রাখতে পারে।