শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ১, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঈশ্বরদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলে ৪৫তম বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৪ টায় নর্থ বেঙ্গল পেপার মিলস্ হাই স্কুল মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজলো আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক।

নর্থ বেঙ্গল পেপার মিলস্ লিঃ এর ব্যবস্থাপক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম আব্দুল্লাহ ও সহকারী শিক্ষিকা জেরিন ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রশিদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা।


এ সময় আর ও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল পেপার মিলস্ লিঃ এর সহকারী ব্যবস্থাপক গাউস আজম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মজিবুল ইসলাম পিন্টু, বিদ্যালয় পরিচালনা পরিষদের অবিভাবক সদস্য মাসুদা আক্তার সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অবিভাবকবৃন্দ ও আমন্ত্রিত অতিথীরা।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীরা কবিতা, গজল, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>