- আজ ফেসবুকে একটি চিঠি পোস্ট করেছেন পরীমনি। সেই চিঠির ক্যাপশনে লিখেছেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।
চিঠিতে কী এমন আছে যে একে নিজের শক্তির উৎস বলছেন এই ঢালিউড তারকা। পরীমনির পোস্ট করা চিঠিতে লেখা আছে, ‘নানু, আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শীঘ্রই দেখা দিব।’ চিঠিটি কার লেখা ক্যাপশনে তা উল্লেখ করেননি পরীমনি। চিঠির নিচের স্বাক্ষরও পরিষ্কার নয়। পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন চিঠিটি তাঁর নানা শামসুল হকের লেখা।
তবে কবে কখন কী উপলক্ষে চিঠিটি লিখেছেন, সে বিষয়ে কিছুই বলতে চাননি পরীমনি। তবে ধারণা করা হচ্ছে, কারাগারে থাকা অবস্থায় হয়তো তাঁকে এই চিঠি লিখেছিলেন শামসুল হক। তবে তাঁর কাছে তখনই পৌঁছেছিল নাকি মুক্তি পাওয়ার পরে তাঁর হস্তগত হয়েছে, জানা যায় না।
পরীমনির মামলার শুনানির সময় আদালত প্রাঙ্গণে নাতনিকে দেখতে গেলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। আদালতে অপেক্ষমাণ শতবর্ষী নানাকে দেখে কেঁদে ফেলেন এই নায়িকা। এর আগে একবার দেখা করতে গিয়েছিলেন তাঁর নানা। কিন্তু আদালতের অনুমতি না মেলায় নাতনির সঙ্গে দেখা করতে পারেননি।
৪ আগস্ট মাদকের মামলায় গ্রেপ্তার হন পরীমনি। ২৭ দিন আটক থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন তিনি। বর্তমানে বনানীতে নিজের বাড়িতেই অবস্থান করেছেন এই নায়িকা।