দেশি-বিদেশি সুস্বাদ বাহারি খাবারের সমাহার নিয়ে ঈশ্বরদীতে যাত্রা শুরু করল রুপপুর রুফটপ রেস্টুরেন্ট। রবিবার (১ডিসেম্বর) বিকালে উপজেলার জয়নগর শিমুলতলায় খায়রুল ইন্টারন্যাশনাল হোটেলের পঞ্চমতলায় জমকলো আয়োজনের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক কালবেলার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আহবায়ক আব্দুল্লাহ আল ওমর সুমার খাঁন, যুগ্ম আহবায়ক শহিদুল হাসান ববি সরদার, খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির (সিও) মুনেম তাজওয়ার অহিন।
এসময় সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুল, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক শরিফুজ্জামান সহ আমন্ত্রিত দেশি বিদেশি অতিথি, ব্যবসায়ী, সাংবাদিক, ব্লগার ও সূধিজন উপস্থিত ছিলেন।
খায়রুল ইসলাম আরো বলেন, মাত্র তিন হাজার টাকা নিয়ে ধান-চালের ব্যবসা শুরু করেছিলাম। পৈত্রিক সম্পত্তি নিয়ে নয়, বরং নিজের কর্মদক্ষতা, ব্যবসায়িক সততা ও সুনাম নিয়ে আজ খায়রুল গ্রুপ নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠেছে। গড়ে তোলা হয়েছে বিনোদনকেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্ট, খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, খায়রুল তেলপাম্প, খায়রুল ময়দা কারখানা, খায়রুল চাল প্রসেস মিলস, খায়রুল ওজন স্কেলসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। যা স্বচ্ছতা ও সুষ্ঠু এবং মনোরম পরিবেশের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, সপ্তাহে সাতদিন দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত দেশি বিদেশী নাগরিকদের রুচিসম্মত খাবার পরিবেশন করবে রেস্তোরাঁটি।