বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ঈশ্বরদী সরকারি কলেজ অডিটোরিয়ামে আজ বুধবার ( ২৭ নভেম্বর ) স্মরণসভা ও জুলাই গণ অভ্যুত্থান এর ঘটনা প্রবাহ নিয়ে বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মরণসভার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম।
স্মরণসভায় কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপাধাক্ষ প্রফেসর মোছাম্মদ হাফিজা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক মুরারী মোহন দাস, অর্থনীতি বিভাগ এর বিভাগীয় প্রধান প্রফেসর কবিতা চাকলাদার প্রমুখ। এছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে মাহমুদুল ইসলাম শাওন ও আসলাম বিন মেসের।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ভিডিও :