রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
নভেম্বর ১৭, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মালবাহী ট্রেন শান্টিং (ট্রেনের বগি সরানো) করার সময় দুটি ওয়াগন (বগি) লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঈশ্বরদী রেলগেট ২০ মিনিট বন্ধ ছিল। ফলে রেলগেটের দুই পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, মালবাহী ট্রেনটি ইঞ্জিনসহ অন্যান্য বগি রেলগেট অতিক্রম করছিল। হঠাৎ মাঝের দুই ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এতে প্রায় ২০ মিনিট রেলগেট বন্ধ ছিল। পরে রেলের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ওয়াগন থেকে অন্য ওয়াগন আলাদা করে ইঞ্জিনসহ ট্রেন ইয়ার্ডে আনার পর রেলগেট খুলে দেওয়া হয়।

ঈশ্বরদী জংশন স্টেশন মাস্টার মাহাবুবা খাতুন জানান, মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে ৬টা ৪০ মিনিটে। এজন্য প্রায় ২০ মিনিট রেলগেট বন্ধ ছিল। সন্ধ্যা ৭টার দিকে রেলগেট থেকে ট্রেন সরিয়ে নিয়ে রেলগেট খুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অন্যান্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। লাইনচ্যুত বগি উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।

ভিডিও:

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ