মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী-মাইলেজ জটিলতা নিরসন না হলে ট্রেন চলাচল বন্ধের আল্টিমেটাম

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২৫, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
ঈশ্বরদী-মাইলেজ জটিলতা নিরসন না হলে ট্রেন চলাচল বন্ধের আল্টিমেটাম

অর্থ মন্ত্রণালয়ের আদেশ আগামী পাঁচদিনের মধ্যে বাতিল না হলে ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি দিয়ে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের আল্টিমেটাম দিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের রানিং স্টাফরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় বিক্ষোভ সমাবেশ থেকে রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের শ্রমিক-কর্মচারীরা এ আল্টিমেটাম ঘোষণা করেন।
আগামী পাঁচদিনের মধ্যে দাবি মানা না হলে- ৩১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় সব ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারী দিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের রানিং স্টাফরা।

রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের নেতারা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশন সুপারিন্টেনডেন্টের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্টেশনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে সমাবেশে মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ পাকশী বিভাগীয় কমিটির আহ্বায়ক, রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি ফজলুর রহমান।

রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ পাকশী বিভাগীয় কমিটির সমন্বয়ক, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সম্পাদক আসলাম উদ্দিন খাঁন মিলনের পরিচালনায় বক্তব্য দেন- বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, বাংলাদেশ গার্ড কাউন্সিল ঈশ্বরদী রেল শাখার সম্পাদক ইকবাল হোসেন, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার যুগ্ম সম্পাদক, এস এম আহসান উদ্দিন আশা, ঈশ্বরদী রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক গৌড় চন্দ্র সিংহ প্রমুখ।

এছাড়া রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি ঈশ্বরদী শাখার সম্পাদক রবিউল ইসলাম, গার্ড কাউন্সিলের সভাপতি শাহ আলমসহ রেলওয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারি ২০২২ এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ জটিলতা নিরসন এবং অর্থ মন্ত্রণালয়ের ৩/১১/২০২১ প্রকাশিত আদেশের খ ও গ ধারা যদি বাতিল না করা হয় তবে ৩১ জানুয়ারি ২০২২ থেকে কর্মবিরতি দিয়ে ট্রেনের চালক, ট্রেনের গার্ড, ট্রেনের টিটিই কেউ দায়িত্ব পালন করবেন না বলে হুশিয়ারি দিয়েছেন।

জানা যায়, একজন রানিং স্টাফ ট্রেন চালক, ট্রেনের গার্ড ও টিটিই সারা মাসে ৮ থেকে ১০ হাজার মাইল কাজ করলেও তাকে ৩ হাজার মাইলের বেশি টাকা দেওয়া হবে না।

এবং একজন রানিং স্টাফ অবসর ও পেনশনের ক্ষেত্রে যে ৭৫ শতাংশ মাইলেজ যোগ করতো, যে আর্থিক সুবিধা দেওয়া হতো সেটাও অর্থমন্ত্রণালয় বাতিল করেছে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>