পরিচয় |
আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ।
ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী গালিবুর রহমান শরীফ। আগামীকাল ৭ জানুয়ারি তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টি তাঁর ঘনিষ্ঠজনেরা নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গালিবুর রহমান শরীফের আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৪২৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন। এ আসনে ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।
পাবনা—৪ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত গালিবুর রহমান শরীফ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস (ঈগল), জাতীয় পার্টি থেকে রেজাউল করিম খোকন (লাঙল), কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আতাউল হাসান (গামছা),জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (মশাল) ও ন্যাশনাল পিপলস পার্টির মনছুর রহমান (আম)।