রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে দ্রুত বাড়ছে পদ্মার পানি, বাঁধ উপচে ঢুকছে লোকালয়ে

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২৯, ২০২১ ৫:০৮ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে দ্রুত বাড়ছে পদ্মার পানি, বাঁধ উপচে ঢুকছে লোকালয়ে

পাবনার ঈশ্বরদীতে পদ্মার পানি প্রতিদিন গড়ে ১২ সেন্টিমিটার করে বাড়ছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে স্বাভাবিকের চেয়ে ১৩ দশমিক ৯১ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানি বিপৎসীমা ছুঁই ছুঁই।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর চরধাপাড়ি মৌজার মোল্লা পাড়ায় বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকেছে। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির অভাব এবং চুলা জ্বালিয়ে রান্না করতে না পারায় তাদের দুর্ভোগ বেড়েছে।

এছাড়া পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া, গোপালপুর গ্রামের কয়েকটি স্থানে ব্লকের বাঁধের ওপর দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে।

গোপালপুর গ্রামের সাইদুল মল্লিক, মো. আরজু, ইসরাইল হোসেন জানান, তাদেরসহ বহু মানুষের বাড়ির আঙ্গিনায় পানি প্রবেশ করেছে।

এদিকে, চরাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় গোখাদ্যের চরম সঙ্কট দেখা দিয়েছে। বন্যাকবলিত চরবাসীর গোখাদ্যের অভাবে গবাদিপশু নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। চরের বাসিন্দারা এ অবস্থায় গরু-মহিষসহ গবাদিপশু এবং ঘরবাড়ি ভেঙে নৌকায় এপাড়ে আসছেন।

পাবনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঈশ্বরদীতে পদ্মার পানি প্রতিদিনই বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পানি শিগগিরই বিপৎসীমা অতিক্রম করবে।

এদিকে চরাঞ্চলে কৃষকের আখক্ষেতে নদীর পানি প্রবেশ করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন আখ চাষিরা। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আখের জাতগুলো বন্যা সহনশীল হওয়ায় ক্ষতি কম হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>