শুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ২৪, ২০২১ ২:১৩ অপরাহ্ণ
চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে মারজিয়া আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০। দগ্ধ হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুক্ষণ আগে জানতে পেরেছি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ মারজিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরের ৭০ ভাগ পোড়া ছিল। মারজিয়াকে খুব সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা যায়। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে এলে লঞ্চ থেকে কিছু যাত্রী নামতে পেরেছেন। যাত্রীরা জানিয়েছেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা, হতাহতের সংখ্যা অনেক। তবে কেউ এখনো নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেননি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান ওই ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

লঞ্চের যাত্রী সাইদুর রহমান জানান, তিনি ঢাকা থেকে বরগুনা ফিরছিলেন। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে গাবখান সেতুর কিছু আগে লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। রাত ৩টা থেকে আগুন জ্বলতে থাকে। যাত্রীরা অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে পেরেছেন। অনেকে হয়তো পারেননি। লঞ্চে শিশু, বুড়ো, নারীসহ কমপক্ষে পাঁচ শতাধিক যাত্রী ছিল।

বি‌দেশফেরত এই যাত্রী বলেন, পোড়া গন্ধ পেয়ে আমি ভিআইপি কেবিন থেকে বেরিয়ে এসে দেখি লঞ্চে আগুন লেগেছে। তখন আমার স্ত্রী, শ্যালক নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় নদী সাঁতরে তীরে উঠেছি। লঞ্চ ভাসতে ভাসতে কোথাও গিয়ে থেমেছে। তবে এটুকু বলতে পারছি, লঞ্চের কোনো অংশ পোড়ার বাকি নেই।

আগুনে পোড়া লঞ্চটিকে ভেসে যেতে দেখেছেন লঞ্চ থেকে নামতে পারা যাত্রীরা। এ রিপোর্ট লেখার সময় ভেসে যাওয়া লঞ্চের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। আগু‌নে যারা দগ্ধ হ‌য়ে‌ছেন, তাদের অধিকাংশ‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন :

আগুনে পুরো লঞ্চ পুড়ে যাওয়া রহস্যজনক: নৌপ্রতিমন্ত্রী

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ইউনুছ আলী মিন্টু আর নেই

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
আজ রূপপুরে দ্বিতীয় পরমাণু চুল্লির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রূপপুরে দ্বিতীয় পরমাণু চুল্লির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈশ্বরদীতে ছিনিয়ে নেওয়া ব্যালট বাক্স উদ্ধার

ঈশ্বরদীতে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাদ দিয়ে তিন দিনের কর্মশালা

ঈশ্বরদীতে ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাদ দিয়ে তিন দিনের কর্মশালা

ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের প্রথম চালান

ঋণের মামলায় গ্রেপ্তারের ভয়ে ঈশ্বরদীর আরও ২৫ কৃষক বাড়িছাড়া

ঋণের মামলায় গ্রেপ্তারের ভয়ে ঈশ্বরদীর আরও ২৫ কৃষক বাড়িছাড়া

রূপপুর প্রকল্পের জন্য পণ্য পরিবহন করবে নিউক্লিয়ার কার্গো শিপ সেভমোরপুট

অধ্যক্ষ ছাড়াই চলছে ঈশ্বরদী সরকারি কলেজ

অধ্যক্ষ ছাড়াই চলছে ঈশ্বরদী সরকারি কলেজ

লাল গামছা টাঙানোয় রক্ষা পেলেন ৮৫০ ট্রেনযাত্রী

লাল গামছা টাঙানোয় রক্ষা পেলেন ৮৫০ ট্রেনযাত্রী

আল্লাহকে খুশি করাই সবার চাওয়া
ইজতেমা ময়দান : কানায় কানায় পূর্ণ

error: Content is protected !!