ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বর সংক্রমণের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
তাঁর নাম জয়দেব সরকার (৬৫)। তিনি উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া পূর্বপাড়ার মৃত যোগীন্দ্রনাথ সরকারের ছেলে এবং আরামবাড়িয়ার প্রবীণ লন্ড্রি ব্যবসায়ী।
মঙ্গলবার সকালে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার এ তথ্য জানিয়েছেন।
মৃত জয়দেবের বড় ভাই আরামবাড়িয়া আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জগন্নাথ সরকার জানান, সর্দি-জ্বর-কাশি ও পাতলা পায়খানাসহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোববার বেলা ১১টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর শ্বাসকষ্ট শুরু হয় ও বিকেল তিনটার দিকে তিনি মারা যান। পরে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাঁড়ার মাজদিয়া গোপালপুর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়।
তিনি আরও জানান, আমরা সন্দেহ করছি তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। যদিও তার পরীক্ষা সম্পন্ন হয়নি।