সোমবার , ৩১ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৩১, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

‘পরীক্ষার আগে উচ্ছেদ নয়, আসন্ন জাতীয় নির্বাচনের আগে উচ্ছেদ নয়, পুনর্বাসন না করে উচ্ছেদ করা চলবে না’- এসব শ্লোগানে বিক্ষোভ করে আবারো উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন ঈশ্বরদীর পাকশীর উচ্ছেদ আতঙ্কে থাকা শত শত শিক্ষার্থী ও বাসিন্দারা। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট উচ্ছেদ না করার জন্য আবারো দাবি জানানো হয়েছে।

সোমবার ( ৩১ জুলাই) পাকশী রেলের এম.এস. কলোনীর ৯টি বহুতল ভবনের ১০৮টি বাসায় বসবাসকারীরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে অংশগ্রহনকারীরা বলেন, এখন বর্ষাকাল, তাছাড়া স্কুলে স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, আবার সামনে জাতীয় নির্বাচন। এই সময়ে এসব ভূমিহীন ও ছিন্নমূল বাসিন্দাদের উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবেন? এই প্রশ্ন করে পুনর্বাসন করার আগ পর্যন্ত তাদের উচ্ছেদ না করার জন্য অনুরোধ ও দাবি জানান।
এম.এস. কলোনীর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাকশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার পলি, ইউপি সদস্য মনোয়ার হোসেন লিটন, সাবেক মেম্বর জাহাঙ্গীর আলম, শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমজাদ বাবু, মাজহারুল ইসলাম, আনোয়ার হোসেন বুলবুল, হাবিবুর রহমান কবির, মোঃ সাহাবুদ্দিন লাবলু প্রমুখ বক্তব্য দেন।
জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পাকশীতে রেলওয়ের পরিত্যাক্ত এম.এস কলোনীর ৯টি বহুতল ভবনের ১০৮টি বাসায় বসবাসকারী বাসিন্দাদের সঙ্গে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বসবাস করেন। এসব শিক্ষার্থীদের কারো পরীক্ষা চলছে, তাদের কারো সামনে পরীক্ষা। পরীক্ষার আগে তাদের বাসা থেকে উচ্ছেদ করা হলে পড়ালেখা অনিশ্চয়তার মুখে পড়বে। তাই তাদের ‘পরীক্ষার আগে উচ্ছেদ নয়’-এমন দাবি জানিয়ে এম.এস. কলোনীর সামনে এর আগে বিক্ষোভও করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ আন্দোলনে একাত্বতা জানিয়ে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, উচ্ছেদ আতঙ্কে থাকা ছিন্নমূল ও ভূমিহীন শত শত এলাকাবাসী।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফী নূর মোহাম্মদ এ বিষয়ে বলেন, রেলওয়ের ৯টি বহুতল ভবনের ১০৮টি বাসার বাসিন্দাদের উচ্ছেদ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৮ জুলাই উচ্ছেদ করার সময় নির্ধারিত ছিল। এলাকাবাসীর অনুরোধে আপাতত: তা স্থগিত করা হয়েছে। তবে অন্তত: দুটি ভবন খালি করে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ