পাবনার ঈশ্বরদীতে পুকুর থেকে লামিয়া খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কিশোররা। শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামের হাজীর পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া খাতুন গোকুলনগর গ্রামের আবু জুয়েলের মেয়ে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, লামিয়াদের বাড়ির পাশে হাজীর পুকুর। শনিবার সকালে লামিয়া পুকুরপাড়ে খেলা করছিল। সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। পুকুরের আরেক পাড়ে স্থানীয় কিশোররা ফুটবল খেলছিল। খেলা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নামলে মাহিম নামে এক কিশোরের পায়ের সঙ্গে লামিয়ার শরীরের স্পর্শ হয়। এ সময় মাহিম চিৎকার করে উঠলে অন্য কিশোররা এসে পুকুর থেকে লামিয়াকে উদ্ধার করে। পরে স্থানীয়রা লামিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম লামিয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।