বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে পেপার মিলের মেশিনের ব্লেডের আঘাতে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৫, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে পেপার মিলের মেশিনের ব্লেডের আঘাতে রিক্ত হোসেন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের সিবেলহাট এলাকায় মল্লিক পেপার মিলে এই ঘটনা ঘটে।

নিহত রিক্ত হোসেন ঈশ্বরদী পৌর শহরের সাঁড়াগোপালপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো রিক্ত কাগজ কলের রিয়ান্ডার মেশিনে কাজ করছিলেন। এসময় হঠাৎ করেই মেশিনের ব্লেডে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

তাকে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয় তার।

মল্লিক পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দিন মল্লিক নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের পরিবারকে আমরা যথাযথ সহায়তা প্রদান করবো।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ