শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ফলোআপ-ঈশ্বরদীতে হাজেরা খাতুন হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার, মালামাল জব্দ

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ১৫, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর রত্নগর্ভা মা হাজেরা খাতুন হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় হাজেরা খাতুনের খুনিকে কক্সবাজার থেকে আটক করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ ঈশ্বরদী থানা পুলিশের একটি দল।

ঈশ্বরদীতে হাজেরা খাতুনকে হত্যায় জড়িত যুবকের নাম আবিদ হোসেন, তিনি হাজেরা খাতুনের বাড়িতে কাজ করতেন।

আটক আবিদ হোসেন।


গ্রেপ্তার ওই যুবকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণের দুই জোরা দুল, দুটি বাটন মোবাইলসহ বেশ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় আটক যুবক হত্যার বিষয় প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই হত্যার মূল রহস্য ও আসামি গ্রেপ্তারের কথা গণমাধ্যম কর্মীদের জানান।

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গত (১২ই এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার কলাতলীস্থ সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এহসান বোর্ডিং এর ১০৩ নম্বর কক্ষ থেকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আসামি মো. আবিদ হাসানকে (২৪) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে হত্যার বিষয় স্বীকার করেছেন তিনি।

ওই বৃদ্ধা নারী বাড়িতে একা থাকায় খুনি পরিকল্পিতভাবে তাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামি পাবনার সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গি জোলাপাড়ার মৃত রতন আলীর ছেলে মো. আবিদ হাসান (২৪)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভিকটিমের হাতের এক জোড়া চুরি, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ২০,০০০/- টাকা সহ ভিকটিমের ব্যবহৃত একটি নোকিয়া বাটন ফোন।

এই থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ