বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে ফার্মাসিস্ট হয়ে নামের আগে ডাক্তার!

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ

রোগের বর্ণনা শুনেই দিচ্ছেন ওষুধ, নিচ্ছেন না কোন ফ্রি। সম্পূর্ণ বিনামূল্যে দেখেন তিনি রোগী। কিন্তু একটু ব্যতিক্রম তার কাছ থেকে ওষুধ কিনলে মিলবে এই সেবা। ফার্মাসিস্ট হয়েও নামের সাথেও যোগ করেছেন ডাক্তার।

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়ে নিরাময় ফার্মেসির মালিক প্রবীর কুমার ফার্মাসিস্ট হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার করেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনার সময় এই তথ্য পাওয়া যায়।

ফার্মাসিস্ট হয়ে নামের আগে ডাক্তার লেখায় ২০ হাজার টাকা জরিমানা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী মাহমুদ হাসান রনি।

এছাড়া মুলাডুলি বাজারে আয়োডিনবিহীন লবণ বিক্রি ও গুদামজাতের অভিযোগে মেসার্স ফারুক স্টোরকে ২০ হাজার ও মেসার্স নজরুল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির অভিযোগে পাল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!