মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে দুই বছরেই নষ্ট ৮০ শতাংশ সড়কবাতি

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ৪, ২০২২ ৮:৩৪ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে দুই বছরেই নষ্ট ৮০ শতাংশ সড়কবাতি

দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকায় বেশ কিছু সোলার প্যানেল ও লাইট চুরি হয়েছে।

ঈশ্বরদীতে প্রায় ১১ কোটি টাকার সৌর সড়কবাতির প্রায় ৮০ শতাংশই নষ্ট হয়ে গেছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বলছে, পুরনো বাতিগুলোর মেয়াদ তিন বছর পার হয়ে যাওয়ায় সেগুলো ঠিক করা সম্ভব নয়। এদিকে ২০১৯-২০ অর্থবছরে স্থাপিত ২৭৪টি বাতির মেয়াদ অবশিষ্ট থাকলেও সেগুলোর বেশ কিছু এখনই নষ্ট হয়ে গেছে। নিম্নমানের, নামসর্বস্ব সৌর প্যানেলসহ অন্যান্য যন্ত্রাংশ সংযোজন করে একটি সিন্ডিকেট এই বরাদ্দের বেশির ভাগ অর্থই হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সৌরবাতিগুলো রক্ষণাবেক্ষণ ও মেরামতে কোনো বরাদ্দ না থাকায় অন্ধকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, এ প্রকল্পের অধীনে ২০১৬-১৭ অর্থবছরে ৫৬৯টি, ২০১৭-১৮ অর্থবছরে ৪৬৮টি, ২০১৮-১৯ অর্থবছরে ৪৯৯টি ও ২০১৯-২০ অর্থবছরে ২৭৪টি লাইট স্থাপন করা হয়। এই উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট এক হাজার ৯৩৮টি সড়কবাতির প্রতিটিতে ব্যয় হয়েছে ৫৬ হাজার টাকা। এই হিসাবে মোট ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা।
স্থানীয়রা জানায়, সড়কবাতিগুলো স্থাপনের কয়েক মাস পর থেকেই অচল হওয়া শুরু হয়। দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকায় বেশ কিছু খুঁটিও চোরেরা উপড়ে তুলে নিয়ে গেছে। আবার কোথাও থেকে সোলার প্যানেল ও লাইট খুলে নেওয়া হয়েছে। শুধু খুঁটি দাঁড়িয়ে আছে।

ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের শরিফুল ইসলাম বলেন, ‘বেশ কিছু জনগুরুত্বপূর্ণ এলাকায় লাইট স্থাপন করায় সড়কে অপরাধপ্রবণতা কমে গিয়েছিল। রাস্তায় স্বাভাবিকভাবে কিছুদিন চলাফেরা করা গেছে। লাইটগুলো বেশ আশার আলো জ্বালিয়েছিল, কিন্তু অল্প কিছুদিন পরই লাইটগুলো আর জ্বলে না।’

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, ‘বেশির ভাগ লাইটই নষ্ট হয়ে পড়ে রয়েছে; কিন্তু লাইটগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেরামত করা সম্ভব নয় বলে জানিয়েছেন পিআইও।’

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, ‘উচ্চ বরাদ্দে চীনের নিম্নমানের সোলার ল্যাম্প লাইট স্থাপন করা হয়েছে।’

দুই বছরেই নষ্ট ৮০ শতাংশ বাতি সড়কবাতিগুলো স্থাপনের কয়েক মাস পর থেকেই অচল হওয়া শুরু হয়।

ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তহিদুল ইসলাম বলেন, ‘ইডকলের পরামর্শে বেসরকারি এনজিও টিএমএসএস এসব লাইট স্থাপন করে। লাইটগুলোর মেয়াদ তিন বছর ছিল। মেয়াদ শেষ হওয়ায় কম্পানি থেকে নষ্ট লাইটগুলো আর মেরামত করা হচ্ছে না।’

এদিকে প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা (এনজিও) টিএমএসএস পরিচালক মো. জাহিদুর রহমান বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষের দিকে। ল্যাম্প লাইটগুলোর মেরামতের জন্য গ্যারান্টি ও ওয়ারেন্টির সময় ছিল তিন বছর। দুই বছর শেষ হয়েছে। এই কারণে শতকরা ৫০ থেকে ৮০ ভাগ ল্যাম্প লাইট নষ্ট হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘ল্যাম্প লাইট ও স্ট্যান্ডগুলো ঠিক আছে। শুধু ব্যাটারি নষ্ট হয়ে গেছে, যার মূল্য মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা। উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়ে মেয়াদ শেষের পরে ব্যাটারি লাগানো হলে লাইটগুলো আবার জ্বলবে।

এই প্রকল্পের শর্ত অনুযায়ী তিন বছর মেয়াদ উত্তীর্ণের পরে কাজ সঠিকভাবে হয়েছে প্রমাণিত হলে জামানতের টাকা ঠিকাদারকে ফেরত দেওয়ার কথা রয়েছে। এদিকে সৌরবাতি না জ্বললেও টিএমএসএসের কাজে ইডকল সন্তুষ্ট হওয়ায় বিলের সমুদয় টাকা পেয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. জাহিদুর রহমান।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
ঈশ্বরদী-ভারত থেকে পণ্য পরিবহনে পাকশী বিভাগীয় রেলের আয় ১৮৩ কোটি

ঈশ্বরদী-ভারত থেকে পণ্য পরিবহনে পাকশী বিভাগীয় রেলের আয় ১৮৩ কোটি

ঈশ্বরদীর আদিবাসী : ওরা হারিয়ে ফেলেছে মায়ের ভাষা

ঈশ্বরদীর আদিবাসী : ওরা হারিয়ে ফেলেছে মায়ের ভাষা

ঈশ্বরদী বিমানবন্দর চালুর অনুরোধ রেলমন্ত্রীর স্ত্রীর

ঈশ্বরদী বিমানবন্দর চালুর অনুরোধ রেলমন্ত্রীর স্ত্রীর

নিউজিল্যান্ডের লড়াই ছাপিয়ে বাংলাদেশের জয়

নিউজিল্যান্ডের লড়াই ছাপিয়ে বাংলাদেশের জয়

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

ঈশ্বরদীর জগন্নাথপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরদীর জগন্নাথপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রূপপুর প্রকল্প
রোসাটমের ডিজি আসছেন বাংলাদেশে, যাবেন ঈশ্বরদীর রূপপুরে

ঈশ্বরদীতে একটি গরু থেকে ১৩৫টির মালিক

ঈশ্বরদীতে একটি গরু থেকে ১৩৫টির মালিক

পদোন্নতি বঞ্চিত বিএসআরআই-এর বিজ্ঞানীরা : মহাপরিচালকের যত অনিয়ম

পদোন্নতি বঞ্চিত বিএসআরআই-এর বিজ্ঞানীরা : মহাপরিচালকের যত অনিয়ম

খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন
অশিক্ষিত-মূর্খদের হাতে দেশ পড়লে অগ্রগতি হবে না : প্রধানমন্ত্রী

error: Content is protected !!