রবিবার , ১০ জুলাই ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে কোরবানির মাংস বিক্রি

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১০, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
ঈশ্বরদীতে কোরবানির মাংস বিক্রি

প্রতিবারের মত এবারও ঈদের দিন আজ রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের প্রধান সড়কের (স্টেশন রোড) ফকিরের বটতলায় বসে ছিল কোরবানির মাংস বিক্রির বাজার। প্রতি কেজি মাংস ৪৫০/৫০০ টাকা কেজি। এখানে কোরবানির সংগ্রহ করা মাংস বিক্রি করা হচ্ছে। আবার কেউ কেউ একদিনের কসাই হয়ে কাজ করে যে মাংস পেয়েছেন তা বিক্রি করতে এনেছেন। আর যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই অথবা বাজার থেকে বেশি দামে মাংস কিনে খেতে পারেন না তারাই এ মাংসের ক্রেতা।

মাংস কিনতে আসা দিনমজুর হাবিব বলেন, ‘দোকান থেকে মাংস ৭০০ টাকা কেজি দরে কিনতে হয়। এখানে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে কেনা যায়। তাই পরিবারের জন্য দু তিন কেজি কেনার জন্য এসেছি।

মাংস বিক্রি করতে আসা শ্রীকান্ত প্রায় ১৯ কেজি মাংস নিয়ে এসেছেন। দরদাম করে এ মাংস ৮৫০০ টাকায় তিনি বিক্রি করেন। পাঁচজন একত্রিত হয়ে এ মাংস কেনেন। পরে ক্রেতারা নিজেদের মধ্যে ভাগভাটোয়ারা করে নেন।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!