ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ৫ দিনব্যাপী তারুণ্য মেলা, লোক ও কারুশিল্প মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ঈশ্বরদী ডাকবাংলো মাঠে এ মেলার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।
আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এ মেলার বাস্তবায়ন করছে। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে ঈশ্বরদী’য়ান।
মেলায় মোট ৩০টি স্টল অংশগ্রহন করেছে। সেগুলো হলো- উবিনিগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফুডু, সানন্দা বিউটি পার্লার, পৌষ পার্বণ, সাদিয়াস কিচেন, ফ্যালকন, আরিয়াস ক্যানভাস, ভ্রমণ কাব্য ট্যুরিজম, ইন্টারভাল, চিত্রলেখা, আদিত্তিয়াস কালেকশন, ঈশ্বরদী’য়ান কিচেন, শায়লার রান্নাঘর, ক্রাঞ্চ এন্ড ক্রিস্পি, কফি এন চিল, জেসমিন কেক, ঈশ্বরদী ফুড কর্নার, মায়া এক্সপোর্ট জোন, ঈশ্বরদী প্রি কেজি স্কুল, পাকশী বুটিক্স কালেকশন, খাটি, ফিনারি, লাভলীর রান্নাঘর বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফট এন্ড বুটিকস, মালিহা বস্ত্র বিতান, অনন্যা অর্গানিক শপ, আল্লাহর দান ক্রোকারিজ, চাদনিচক কসমেটিকস, মাসুম চশমা হাউজ, করিমের খেলনার দোকান।
এছাড়াও রয়েছে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং মেলায় আগত অতিথিদের বিনোদনের জন্য বোট রাইড এর মত আকর্ষণীয় কিছু রাইড।