রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

পৌর এলাকায় বেড়েছে চুরির উপদ্রব

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
নভেম্বর ৩, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ

গত অক্টোবরের শেষ দিক থেকে এ মাসের শুরু পর্যন্ত পৌর শহরে প্রায় প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে বলে শোনা যাচ্ছে। এর ভেতরে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে পৌরসভার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ৭ নং ওয়াডে গত সপ্তাহের শেষ দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্তানের দান বাক্সর তালা ভেঙে টাকা চুরির মাধ্যমে এই সংঘবদ্ধ চোর এর দোল তাদের শক্তির জানান দেয়, তার পর থেকে প্রায় প্রতি রাতেই চুরির ঘটনা শোনা যাচ্ছে,

বিশেষ করে ৭ নং ওয়াড কেন্দ্রীয় ঈদগাহ রোড এলাকার শহিদুল ইসলাম এর বাড়ি তে দিনে দুপুরে চুরি, ঈদগাহ রোড এলাকার মৃত মোজাফফর হোসেন এর বাড়ির বিদুৎ এর তার, এবং তার পাশের বাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন দোতলা বাড়ির বিদ্যুৎ এর তার চুরির ঘটনা ঘটছে, এ ব্যাপারে সচেতন এলাকাবাসী বেশ উদ্বিগ্ন, তারা এ বিষয়ে ঈশ্বরদী থানা এবং ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাড়ির বিশেষ টহল এর জোর দাবি জানাচ্ছে, এ ব্যাপারে কথা বললে ৭ নং ওয়াড এর বাসিন্দা মিরাজ মাহমুদ বলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই শুনি চুরি হয়েছে, এটা আমার কাছে অ সাভাবিক মনে হচ্ছে, পৌর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ৭ নং ওয়ার্ডে এমন দৈনন্দিন চুরি কিছুতেই মেনে নেওয়া যায়না।

এ ব্যাপারে আমি অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানা এবং পৌর প্রশাসক মহোদয় এর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>