আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদি মুসলিম জনতা ও একটি ইসলামি সংগঠন। এসময় ইসকন সমর্থকদের হাতে চট্রগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দৃষ্টান্ত বিচার দাবি করেন তারা।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাওহিদি মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এসময় ছাত্র জনতা ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা নানা স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে রেলগেট এলাকায় জড়ো হয়। পরে সেখানে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিরা।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দুদের) একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন।
বক্তরা বলেন, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে? তাই ইসকনকে খুব দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান ঈশ্বরদী মুসলিমিন ফাউন্ডেশনের সদস্যরা ও আলেম সমাজের প্রতিনিধিরা।
সমাবেশে বক্তব্য রাখেন, ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জামিল মাহমুদ, ইমাম মুফতি ওলিউল্লাহ, নুর মহল্লা জামে মসজিদের খতিব মাওলানা রাশেদুল ইসলাম, ক্যারেজ মসজিদের ইমাম মাওলানা নূর সালাম বহরপুরী, শেরশাহ রোড কাঠালতলা জামে মসজিদের খতিব মাওলানা রাইহান উদ্দিন, সরকারী কলেজ মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, মডেল মসজিদের ইমাম মাওলানা হাফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা খেলাফত যুব মজলিসের সহ সভাপতি মাওলানা আব্দুল কবির, দপ্তর সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম দপ্তর সম্পাদক, যুগ্ন আহবায়ক মুহাম্মাদ আল আমীন প্রমুখ।