বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদী সরকারি কলেজে সাহিত্য-সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা কেন্দ্র উদ্বোধন

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

ঈশ্বরদী সরকারি কলেজে লেখাপড়ার পাশাপাশি মনো বিকাশ ঘটাতে সাহিত্য-সংস্কৃতি ও বিজ্ঞানচর্চা কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার ( ২৫ সেপ্টেম্বর) কলেজের অডিটোরিয়ামে কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে হামদ, নাত, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহিত্য-সংস্কৃতি কমিটি্য আহ্বায়ক তহমিনা শারমিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষাঅনুরাগী সফল অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাফিজা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক মুরারী মোহন দাস, বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক আফরোজা খাতুনসহ সকল শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।

অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, ঈশ্বরদী সরকারি কলেজ সকল কার্যক্রম চালু থাকলেও শিক্ষার্থীদের জন্য কোন ক্লাব ছিল না, এখন এই ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করার জন্যে সুযোগ পাবে এবং নিজেকে আরও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

এই ক্লাবের উদ্বোধনের শুরুতে কলেজ সম্পর্কে ও ক্ষুদে বিজ্ঞানী তাহের মাহমুদ তারিফকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>