শনিবার , ৬ জুলাই ২০২৪ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে খেলতে গিয়ে শিশু নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৬, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের একটি ঝোপের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৫ জুলাই) বিকালে পরিত্যক্ত ওই খাদ্য গুদামের কাছে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

নিহত জিহাদ (৯) ওই এলাকার হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র।

মরদেহ উদ্ধারের পর তার ডান চোখ ও কপালে আঘাতের চিহ্ন ও গলায় দাগ রয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম।

নিহত জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ বলেন, ‘শুক্রবার বিকাল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। আমি তাকে বৃষ্টিতে না ভিজে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে আসি। কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে দেখি জিহাদ নেই। পরে তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়।’

তিনি বলেন, ‘রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। শনিবার ভোর ৫টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ