শুক্রবার , ১০ মে ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে ১৩ দিনের সন্তান রেখে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১০, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

ঈশ্বরদীতে ১৩ দিনের শিশু সন্তান রেখে ইসরাত জাহান ইভা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ইভা উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী পূর্বপাড়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী এবং বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার হারুনুর রশিদের কন্যা।

স্থানীয়রা জানান, নিজ ঘরের মটকায় ওড়নার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে ইভার লাশ উদ্ধার করে। এসময় ইভার স্বামী তরিকুল ইসলাম ঘরের অন্য রুমে ঘুমিয়ে ছিল বলে জানান তারা। ইভার শাশুড়ির কোলে নবজাতক বাচ্চাটি ছিল।

নিহত ইভার শশুড়বাড়ীর লোকজন জানান, তাদের কারো সাথে ইভার কোন ঝগড়া বিবাদ হয়নি। তবে আট মাস ধরে ইভা এক্লেমশিয়া রোগে ভুগছিলেন বলে জানান তারা। তাকে বন্ধ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের স্বজনরা জানান, তরিকুল ইসলামের সাথে দেড় বছর পূর্বে ইভার প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। এই দম্পতির ঘরে ১৩ দিন পূর্বে একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ - ঈশ্বরদী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>