ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গণসমাবেশ ও র্যালী করেছে বিএনপি।
গ্রেফতার আঁতঙ্ক ও নানা রকম আশংকার মধ্যে মঙ্গলবার (২৬মার্চ) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী এসব কর্মসুচি পালন করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় ঈশ্বরদীতেও বিএনপি ও এর সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মীর নামে নাশকতার মামলা হয়। মামলাগুলোতে নেতাকর্মীরা জামিনে রয়েছে।
তারপরও মহান স্বাধীনতা দিবস উদযাপনে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য প্রদান ও সমাবেশ করতে গ্রেফতার আতংকে ছিল তারা।
বিএনপির দলীয় সুত্র জানায়, নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসুচি শেষ করে বাড়িতে ফিরতে পারায় স্বস্তি পাওয়া গেছে।
সকালে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জমায়েত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আহসান হাবিব, এসএম ফজলুর রহমান, সামসুজ্জামান পিপ্পু, স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান, যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।