নানা আটক : পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন
পাবনার ঈশ্বরদীতে বৃদ্ধ নানা কর্তৃক ১৪ বছরের প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের পর নানা মোঃ সূর্য মৃধা (৭০) কে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৮মার্চ) ঈশ্বরদী থানায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া পরিদর্শন করেছেন পাবনা জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সিসহ থানা পুলিশ। আটক সূর্য মৃধা ওই এলাকার মৃত আকন মৃধার ছেলে।
প্রতিবেশি, ভুক্তভোগীর নানী ও থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায়, পিতার মৃত্যুর পর ভুক্তভোগি মানসিকভাবে প্রতিবন্ধি নাতনি জয়নগর মধ্যপাড়া নানার বাড়িতে নানির নিকট থাকতো। ঘটনার দিন গত সোমবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে ভুক্তভোগি নাতনি নানির কক্ষে শুয়ে ছিল। সে সময় নানি বাড়ির বাহিরে কাজ করছিলেন। বিছানায় নাতনিকে একা পেয়ে মুখ চেপে ধরে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, নানী বাড়িতে এসে নাতনিকে কান্না করতে দেখে কান্নার বিষয় জিজ্ঞেস করে। ধর্ষনের বিষয়টি সেসময় নানীকে জানিয়ে দেয় নাতনি। নানী ঘটনাটি পরিবারসহ আত্মীয় স্বজনকে জানান। কিন্তু কেউ কোন বিচার না করায় অভিযুক্ত নানার শাস্তির দাবীতে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নানী।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগি নাতনির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।নানাকে আটক করা হয়েছে। পাবনা পুলিশ সুপার আকবার আলী মুন্সিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দন করেছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ©