মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে এক সপ্তাহে জমজম স্পেশালাইজড হাসপাতালে দুই নবজাতকের মৃত্যু

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
মার্চ ১২, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে এক সপ্তাহের ব্যবধানে জমজম স্পেশালাইজড হাসপাতাল নামে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়া দুই নবজাতকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে উপজেলা সদরের ওই হাসপাতালে চিকিৎসা নেওয়া তিন দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়। এর আগে ৩ মার্চ একই হাসপাতালে মারা যায় আরও এক নবজাতক। চিকিৎসকের অবহেলায় শিশুদের মৃত্যু হয়েছে বলে দাবি নবজাতকের স্বজন ও স্থানীয়দের।

গত রোববার মৃত্যু হওয়া শিশুর বাবা রাজিব হোসেন জানান, তাঁর স্ত্রী হাসিনা খাতুন তিন দিন আগে জমজম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন। সেখানে ভর্তি থাকা অবস্থায় রোববার রাত ৯টার দিকে শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালটির চিকিৎসকরা জানান, এই হাসপাতালে বাচ্চার চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তারা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ অবস্থায় মা ও অসুস্থ শিশুকে রাজশাহী নেওয়ার পথে শিশুটি মারা যায়।

এ ঘটনার পর রোববার রাতে জমজম হাসপাতালে যায় পুলিশ। কিন্তু কোনো চিকিৎসককেই পায়নি তারা।

স্থানীয়রা জানান, কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় শিশু মারা যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের চিকিৎসকরা কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালটির এমডি নাফিসা কবির মোবাইল ফোনে বলেন, ‘তিন দিন বয়সী শিশুটি অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসা দিতে না পারায় রাজশাহীতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছি। এর বাইরে কিছু বলার নেই আমার।’

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম সোমবার রাতে জানান, রোববার মৃত্যু হওয়া শিশুর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে মৃত্যু হওয়া নবজাতকের পরিবার মামলা করেছে। বিষয়টি তদন্তাধীন।

গত ৩ মার্চ ভূমিষ্ঠ হওয়ার পরপরই এক নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ আনে পরিবার।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!