ঈশ্বরদীর সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান রোববার সকালে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ভিপি মুরাদ আলী মালিথা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলি মালিথা, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালী, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, কাউন্সিলর কামাল উদ্দিন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর আলম, ওয়াকিল আলম প্রমূখ।
শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন পূর্ণতা কর্মকার ও আনজুমান জাহান মাত্রা। অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আসলাম উদ্দিন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ফজলুল হক।