শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীর মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

জমকালো আয়োজন আর বর্ণিল সাজসজ্জ্বার মধ্যদিয়ে ঈশ্বরদীর সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

বিদ্যালয়ের পরিচালক শেখ মহসীনের সার্বিক পরিচালনায় ও স্কুল পরিচালনা পরিষদের পরিচালক প্রকৌশলী
শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইছাহক আলি মালিথা, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

এ আরও সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ আমন্ত্রিত অতিথি, বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজন।

দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৭টি ইভেন্টের খেলা। এছাড়া বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো। বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন অতিথিবৃন্দ। © মো. রাসেল আলী

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ