রবিবার , ৭ জানুয়ারি ২০২৪ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

পাবনা-৪ : বিপুল ভোটে নির্বাচিত নৌকার গালিব

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ৭, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন গালিবুর রহমান শরীফ। রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা সুবীর কুমার দাস বেসরকারি ফলাফল ঘোষণা এ তথ্য জানা যায়।

১২৯টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত এ আসনে নির্বাচনে লড়েছেন ৬ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরিফ ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৪১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী গালিবের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস
পেয়েছেন মাত্র ১৪ হাজার ৬৬২ ভোট।

বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৪২৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন। এ আসনে ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ