পথসভা |
বক্তব্য রাখছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এর নৌকা মার্কার সমর্থনে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার নবাব আলীবর্দী রোড সংলগ্ন খেলার মাঠে পথসভার সভাপতি করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।
› নির্বাচনী পথসভায় ছেলের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন মা কামরুন্নাহার
শরীফ, সহধর্মিণী তানজিলা আহমেদ ও একমাত্র কন্যা জারা খাতুন।‹
জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন গালিবুর রহমান শরীফ এর সহধর্মিণী তানজিলা আহমেদ, কন্যা জারা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন পারভিন আক্তারসহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় গালিবুর রহমান শরীফের কন্যা জারা খাতুন ও সহধর্মিণী তানজিলা আহমেদ জয় বাংলা স্লোগান দিয়ে পথসভায় উপস্থিত হাজার হাজার নারী ও তরুনী ভোটারদের উজ্জীবিত করেন।
পথসভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
পথসভা |
নৌকা প্রতীকের পথসভায় উপস্থিত হাজার হাজার নারী ও তরুনী ভোটার।
পথসভায় কামরুন্নাহার শরীফ বলেন গালিবকে ভোট দিলে আপনারা আপনাদের সন্তানকেই ভোট দিলেন। তাকে কাজ করার সুযোগ দেন। দেখবেন অনেকের চেয়ে সে এই শহরকে আরো বেশি সেবা দিতে পারবে। আমার ছেলে যেন তার বাবার আদর্শে চলতে পারে এটাই প্রত্যাশা করি। এ সময় পথসভায় আগত নারী নেতাকর্মীরা করতালি দিয়ে কামরুন্নাহার শরীফকে স্বাগত জানান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গালিবুর রহমান শরীফকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে গালিবুর রহমান শরীফ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে আবার ক্ষমতায় আনতে হবে। আমি তরুণ প্রজন্মের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। ভবিষ্যতে ঈশ্বরদী আটঘরিয়া উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি।