শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

আলো ছড়াচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্ট শুভসংঘ পাঠাগার

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ২২, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

পাঠাগার |

পাবনার ঈশ্বরদীতে শুভসংঘ পাঠাগারে বই পড়ছেন পাঠকরা।

তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে ‘স্বপ্নদ্বীপ রিসোর্টে’ অবস্থিত শুভসংঘ পাঠাগার। স্বপ্নদ্বীপ রিসোর্টে ঘুরতে আসা দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে শুভসংঘ পাঠাগারে।

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা শুভসংঘের “শুভসংঘ পাঠাগার” ইতোমধ্যে স্বপ্নদ্বীপ রিসোর্টে ঘুরতে করতে আসা শত শত দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। স্বপ্নদ্বীপ রিসোটে ভ্রমণ করতে আসা দর্শনার্থীদের প্রথমেই চোখ পড়ে বসুন্ধরা শুভসংঘের দর্শনীয় “শুভসংঘ দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইদদাদুল হক মিলনে’র রচনা সমগ্রসহ দেশ-বিদেশের জনপ্রিয় লেখকদের বই নিয়ে সুসজ্জিত পাঠাগারটি ইতোমধ্যে পাঠকদের জনপ্রিয়তা অর্জন করছে।

স্বপ্নদ্বীপ রিসোর্টে ঘুরতে আসা শিক্ষার্থী মোছা. শাম্মী আখতার বলেন, বই পড়তে ভালো লাগে, ভাবতেই পারেনি এখানে ঘুরতে এসে এতো সুন্দর একটা পাঠাগারের সন্ধান পাবো। ভালো লাগছে, খুব ভালো লাগছে প্রিয় লেখক ইদদাদুল হক মিলন স্যারের বই পড়ার সুযোগ পেয়ে।

যুবায়ের হক ঈশান নামের এক শিশু শিক্ষার্থী বলে, এখানে শিশুদের বই আছে, ভুতের গল্প আছে, মুক্তিযুদ্ধের গল্পের বই আছে খুবই মজা করে বই পড়লাম।

ওয়াজহ তওসিফ ইনান নামের এক শিশুকে গভীর মনোযোগ ছোটদের ভুতের গল্পের একটি বই পড়তে দেখা যায়। ওয়াজহ তওসিফ ইনান জানান বই পড়ে ভালো লেগেছে।

ওয়াজহ তওসিফ ইনানের মতো বই পড়তে দেখা যায়, ইরা, সাদিকুল জিনিয়া নামের বেশকিছু কিশোর কিশোরীকে।

স্বপ্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই, তাদের মানবতা সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ আমাদের রিসোর্টের ভিতরে শুভসংঘ পাঠাগার স্থাপন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

পাঠাগারটি আমাদের রিসোর্টিকে আলোকিত করেছে। এখানে ঘরতে আসা দর্শনার্থীরা পাঠাগাওে জনপ্রিয় লেখকদের বই পড়ে সময় কাটাচ্ছে।
স্বপ্নদ্বীপ রিসোর্টের সিইও মুনেম তাজওয়ার অহিন বলেন, রিসোর্টের ভীতরে “শুভসংঘ পাঠাগার” সত্যি একটি ব্যতিক্রম উদ্যোগ যা আমাদের রিসোর্টটির মর্যাদা বাড়িয়ে দিয়েছে, সেজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এমন সুন্দর একটি পাঠাগার স্থাপনের জন্য। আরো ধন্যবাদ জানাই দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন স্যারকে যিনি আমাদের রিসোর্টে এসে পাঠাগারটি উদ্বোধন করেছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে স্বপ্নদ্বীপ রিসোর্টে
বসুন্ধরা শুভসংঘের ‘শুভসংঘ পাঠাগার’ উদ্বোধন করা হয়।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক এবং কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এই পাঠাগারের উদ্বোধন করেন। পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
স্বপ্নদ্বীপ রিসোর্টে বসুন্ধরা শুভসংঘের ‘শুভসংঘ পাঠাগার’ ছাড়াও পাবনা এডওয়ার্ড কলেজ গেটের সামনে রাধানগর ও পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম পুরান মাসুমদিয়ায় বসুন্ধরা শুভসংঘের আরো দুটি “শুভসংঘ পাঠাগার” জ্ঞানের আলো বিকশিত করে যাচ্ছে।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ