শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে : তানজিন তিশা

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ১৭, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে : তানজিন তিশা

অসুস্থতা, প্রেমে ব্যর্থতা, আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি— সত্য-অসত্যের ভিড়ে নানা খবরের গুজবে বর্তমানে টক অব দ্য মিডিয়াপাড়া ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর অসুস্থতাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ প্রকাশের পর গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেই ফেসবুকে স্ট্যাটাস দেন তিশা। সেখানে তিনি দাবি করেন, তাকে নিয়ে প্রচারিত সংবাদ মিথ্যা এবং এর কড়া প্রতিবাদও জানান।
বিষয়টি নিয়ে ব্যাপক জলঘোলা হলে রাতে ফেসবুক লাইভেও আসেন অভিনেত্রী। সেখানে ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি স্বীকার করলেও ‘আত্মহত্যার চেষ্টা’র খবরটি গুজব বলে দাবি করেন।

লাইভে এসে তানজিন তিশার দেওয়া বক্তব্য ঢাকা পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘ব্যক্তিগত বিষয় নিয়ে অনেকেই কথা বলেন, কথা বলতে পছন্দ করেন। এতে আমার কোনো আপত্তি নেই। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রধান কথা, তানজিন তিশা আত্মহত্যার কথা বলেছেন, আসলে আত্মহত্যা কী? কয়দিন আগে আমি আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক কথা বলেছি। সেখানে আমি আত্মহত্যা করব কেন? আসলে আত্মহত্যা কী? দুই বছরও হয় নাই আমার বাবা মারা গিয়েছেন। আমি স্ট্রং লাইফ লিড করছি। বাবা আমাকে স্ট্রং করেছেন। আমার সবচেয়ে আপন ছিলেন বাবা, এখন আমার এমন কিছু নেই, যে কারণে সুইসাইড করতে হবে।’

‘আমাকে প্রায়ই বিভিন্ন রকম মেডিসিন খেতে হয়। সঙ্গে স্লিপিং পিল খেতে হয়। হয়তো ঘুমাব বলে এমন হয়েছে, স্লিপিং পিল একটার জায়গায় পরিমাণ বেশি হয়ে গেছে। আমি খেয়াল করি নাই স্লিপিং পিলের মাত্রা বেশি ছিল। যেটা আমাকে প্রেসক্রাইব করা না। সেটা খেয়েই আমি অসুস্থ হয়ে পড়ি। আমার কোনো সেন্স ছিল না। তখন দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি হাসপাতালে যাওয়ার পর তারা মনে করেছে এটা সুইসাইড কেস।

তখন আমাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেমন ঝুঁকিপূর্ণ ছিল না। আমার পরিবার ঝুঁকি না নিতে ওয়াশ করাতে বলে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে।’

সেসময় কমেন্টে ভক্তের এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ইট নট ফর ফুড পয়জনিং, আই ফেল্ট ব্যাড। ফিজিক্যালি ও মেন্টালি আমি আপসেট ছিলাম। আমার মনে হয়েছিল অসুস্থ। আমি টানা টোয়েন্টি ডেজস শুটিং করে বাবার কবরের পাশে গিয়েছিলাম। সব মিলিয়ে টানা চাপ গিয়েছে। এটাই কারণ। আমার মনে হয়, আপনার পড়াশোনা করা উচিত।’‘

‘সবাইকে একটি বিষয় বলতে চাই— যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই— ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, মিডিয়ার কিছু মানুষ; তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতিশিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাইবোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব।’

বুধবার মধ্যরাতে তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়েছিল। দাবি করা হয়েছিল- ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এর জের ধরে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলা হয়।

পরবর্তীতে ঢাকা পোস্টকে অভিনেত্রীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। পরে হাসপাতাল থেকে বাসায় ফিরেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি খোলাসা করেন তানজিন তিশা।

তিনি লেখেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম। বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতকাল রাতে আমার ফুড পয়জনিং হয়। এরপর কিছু ব্যাপারে আমার অবস্থা খারাপ ছিল। তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই। এরপর আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরেকটা বিষয় বলতে চাই, আমার বাবা দুই বছর আগে মারা যান। সে ঘটনা আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ (আত্মহত্যা) আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।
তিশা আরও লিখেছেন, সবাইকে একটা বিষয় বলতে চাই, যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।

‘যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, সেটা হোক মিডিয়ার কিছু মানুষ, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে- স্পেশালি আমার নারী ও পুরুষ সহকর্মী, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ- যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।’

স্ট্যাটাসের শেষে অভিনেতা মুশফিক ফারহানের নাম ম্যানশন করেন তিশা।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
নিজের ১০০০তম ম্যাচ রাঙিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিলেন মেসি

নিজের ১০০০তম ম্যাচ রাঙিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিলেন মেসি

ছাত্রলীগ নেতাও গ্রেফতার
ঈশ্বরদীতে দৌঁড়ে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার মহিলা শ্রমিকলীগ নেত্রী

জংসন ডিডিপি গুরু আশ্রমের বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত

ঈশ্বরদীতে চাঞ্চল্যকর তপু হত্যার অন্যতম আসামি গ্রেফতার

ঈশ্বরদীসহ পাবনা জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

ঈশ্বরদীসহ পাবনা জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

ঈশ্বরদীতে ভুয়া টিটিইকে জরিমানা

Программа Для Ставок На Спорт Скачать Приложение Клиент 1xbet Co

Программа Для Ставок На Спорт Скачать Приложение Клиент 1xbet Co

ঈশ্বরদীতে লাখ টাকার হেরোইনসহ আটক ২ আটক

ঈশ্বরদীতে লাখ টাকার হেরোইনসহ আটক ২ আটক

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাঁড়া ইউনিয়ন পরিষদ: চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ প্রার্থী

<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>