শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে যুবলীগের শোডাউন

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ৩, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে বিএনপির টানা তিনদিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে মহড়া দিতে দেখা গেছে যুবলীগের নেতাকর্মীদের।

দুপুর ১২টায় ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে উপজেলা যুবলীগ কার্যালয় থেকে লাঠি হাতে মোটরসাইকেল র‌্যালি করেন যুবলীগের নেতাকর্মীরা।

এসময় ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে বিভিন্ন মহল্লার মোড়ে মোড়ে যুবলীগ নেতাকর্মীরা বাঁশের লাঠি হাতে নিয়ে বিএনপি-জামায়াতবিরোধী স্লোগান দেন।

মোটরসাইকেল বহরটি ঈশ্বরদী শহরের রেলগেট, পিয়ারপুর, পিয়ারাখালী স্কুলপাড়া, ললিতকলা ইনিস্টিটিউট মোড়, রহিমপুর, শৈলপাড়া, লোকোসেড ফতেমোহাম্মদপুর রেল হাসপাতাল মোড়, ঈশ্বরদী বাজার, স্টেশন রোড হয়ে শহরের পোস্ট অফিস মোড়ে জড়ো হয়।

এসময় ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলার সাঁড়া, দাশুড়িয়া, পাকশীসহ বিভিন্ন ইউনিয়নে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

ঈশ্বরদী থানা পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈশ্বরদী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও সড়ক-মহাসড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈশ্বরদী উপজেলা পৌর এলাকার কোথাও বিএনপির কোনো নেতাকর্মীকে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ