বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে লক্ষ্য করে পেট্রল বোমা হামলা

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ১, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে লক্ষ্য করে পেট্রল বোমা হামলা

বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। এতে ট্রেনের বাইরের অংশের গ্লাসের ক্ষতি হয়েছে। তবে যাত্রীদের কোনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকশী রেলওয়ে পুলিশের এসপি শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কলকাতা থেকে ছেড়ে আসার পর আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে যথারীতি যাত্রাবিরতি দেয়। সেখানে অপারেশনাল কাজের পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ঈশ্বরদী লোকশেড এলাকা অতিক্রম করে যাওয়ার সময় ট্রেনে পেট্রল বোমা জাতীয় ছুড়ে। এতে ট্রেনটির ৭২১৯ নম্বর কোচের ডান পাশে আঘাত লেগে লাইনে ও আরেকটি পাশে পড়ে যায়। তবে ট্রেন সেখানে দাঁড়ায়নি।

হামলার ঘটনার পরপরই প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

এসপি শাহাবুদ্দিন বলেন, ‘স্থানীয় রেল পুলিশের মাধ্যমে ঘটনাটি জেনেছি। ঘটনাস্থল পৌঁছে বিস্তারিত জানানো যাবে।’

২০১৫ সালের ০৮ ফেব্রুয়ারি ঈশ্বরদী জংশনে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছিলো। ওইদিন দুপুর ২টায় ঈশ্বরদী স্টেশনে আসে মৈত্রী এক্সপ্রেস। যাত্রা বিরতি শেষে ট্রেনটি দুপুর ২টা ৫৫ মিনিটে ছেড়ে যায়। এর তিন মিনিট পরই শহরের লোকোশেড রহিমপুর এলাকায় দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছিলো।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ