শুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় প্রায় ২ হাজার জনকে জরিমানা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ডিসেম্বর ২৪, ২০২১ ৮:৫০ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় প্রায় ২ হাজার জনকে জরিমানা

,ঈশ্বরদীতে ১২ ঘণ্টায় ২৩টি ট্রেনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ জন যাত্রীর কাছ থেকে ৪ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার ভাড়া ও জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পাকশী রেল বিভাগের ঈশ্বরদী, রাজবাড়ী, খুলনা, শান্তাহার, পার্বতীপুর ও রাজশাহীর ট্রাফিক ইন্সপেক্টর ও টিটিইদের সঙ্গে নিয়ে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান শুরু হয় পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে।

পাকশীর বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নুরু আলম আজ শুক্রবার ( ২৪ ডিসেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রাবিরতি ও চলন্ত ট্রেনে অভিযান চালানো হয়।

রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নুর আলমসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যগণ।

সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম বলেন, ‘যাত্রীসেবার মান ও রেলের আয় বাড়াতে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের কাছে ভাড়া বাবদ ২ লাখ ৮৮ হাজার ৫১০ টাকা এবং তাদের জরিমানা বাবদ ১ লাখ ৪৫ হাজার ২১০ টাকা আদায় করা হয়। ট্রেনে ভবঘুরেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!