বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

‘প্রেসক্লাব থেকে বের হলেই হয়তো গ্রেপ্তার হতে হবে’ : হাবিবুর রহমান হাবিব

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১১, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

‘প্রেসক্লাব থেকে বের হলেই হয়তো আমাকে গ্রেপ্তার হতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব।

মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সোমবার (০৯ অক্টোবর) নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানসহ ১৫ জনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এই রায় নিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমার বিরুদ্ধে গতকাল রায় দিয়েছে, সেখানে চার বছরের জেল দেওয়া হয়েছে।

এই মাসেই আমার বিরুদ্ধে আরও দুইটি মামলার রায় দেওয়া হবে। এখান থেকে বের হয়ে যাওয়ার সময় হয়তো আমাকে গ্রেপ্তার করা হতে পারে।

তিনি বলেন, ‘আজকে আমি এখানে সভাপতিত্ব করছি। আমার বিরুদ্ধে গতকাল রায় দেওয়া হয়েছে।

আমি ওয়ারেন্ট মানি না। এই সরকারকে মানি না। এই ভোট চোরকে মানি না, তাদের রায়ও মানি না। ’

তিনি আরও বলেন, ‘এখান (প্রেসক্লাব) থেকে বের হয়ে যাওয়ার সময় হয়তো আমাকে গ্রেপ্তার করা হতে পারে। আমাকে এর আগেও ২০১৫ সালের ১২ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল। খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে টকশোতে কবিতা বলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন আমি চ্যানেল টোয়েন্টিফোরের টকশোতে ছিলাম। ’

সেদিনের ঘটনা প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘টকশো থেকে নিচে নামতেই এক ডিবি কর্মকর্তা এসে আমাকে সালাম দিলেন। আমি বললাম কে? বললেন, আমরা ডিবি একটু শোনেন এই দিকে। এই অবস্থায় ওখান থেকে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। তারপর তিন-চার মাস পর জেল থেকে বের হয়েছিলাম। ’

সরকারের সমালোচনা করে হাবিবুর রহমান হাবিব বলেন, এই সরকার এত দুর্নীতি করেছে, যার কারণে তারা আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমার মনের বড় আশা ছিল, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করব। সেটা পারিনি। মহান আল্লাহর কাছে দোয়া করব, তাকে (খালেদা জিয়া) অল্প কয়েক মাস বাঁচিয়ে রাখুন। তাহলে এই সরকারকে বিদায় দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেখাব ইনশাআল্লাহ। ’

সভার শেষ দিকে কান্নাভরা কণ্ঠে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘হয়তো যেকোনো সময় আমি গ্রেপ্তার হব। কারাগারে থাকা অবস্থায় যদি খালেদা জিয়ার কিছু হয়, হয়তো আমি সেদিন বের হয়ে আসতে পারব না। কিন্তু আমি আজকে সব নেতাকর্মীদের বলে দিতে চাই, এ সরকারকে আমরা উৎখাত করব। উন্মুক্ত হয়ে বের হব ইনশাল্লাহ। এই কথাই আমার শেষ কথা। ’

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ