শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ঈশ্বরদী
  4. করোনাভাইরাস
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পাবনা

ঈশ্বরদীতে রাতের অন্ধকারে ট্রাকে ধাক্কা :  মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ

ঈশ্বরদীতে রাস্তার পাশে থেমে থাকা ট্রাককে রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দিয়ে মোটসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌঁনে ৯ টার দিকে ঈশ্বরদী- পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল চালক সজীব হোসেন তালুকদার (২৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। তার যাত্রাপথে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরস্থ পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। স্থানীয়রা শব্দ পেয়ে দৌঁড়ে এসে সজীবকে মৃত দেখতে পান।

পাকশি হাইওয়ে পুলিশের এএস আই বিল্লাল হোসেন জানান, পাবনা সুগার মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। ট্রাক চালকরা সেখানে গাড়ী থামিয়ে খাবার খান। ট্রাকটিতে কোন পার্কিং লাইট জ্বালানো ছিল না। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সেই থামানো ট্রাককে সজীব পিছন থেকে মোটরসাইকেল নিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!