সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা

প্রতিবেদক
আমাদের ঈশ্বরদী রিপোর্ট :
আগস্ট ২৮, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে গরুচোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে বাবু হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে।

নিহতের স্ত্রী রোজি খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে।

সোমবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। নিহত বাবু হোসেনের বাড়ি জেলার সাঁথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিবাগত রাত দুইটার দিকে গ্রামের ঈদ্রিস আলী নামের এক ব্যক্তির বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। চোরেরা গোয়ালঘর থেকে গরু নিয়ে পালানোর সময় বাড়ির লোকজন টের পান। এ সময় তাঁরা চিৎকার–চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ‘চোর চোর’ বলে ধাওয়া দেন। একপর্যায়ে গ্রামের তালতলা মাঠ থেকে বাবু হোসেনকে চোর সন্দেহে আটক করেন গ্রামবাসী। পরে তাঁকে মারপিট শুরু করলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

ওসি অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা গরুচোর সন্দেহে গণপিটুনি দিয়েছে।

তিনি আরও বলেন, নিহতের স্ত্রী করা মামলাটিরও তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!