সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে পদ্মানদীর ধারে বালুর স্তুপে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৭, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে খেলতে গিয়ে পদ্মার নদীর ধারে স্তুপ করে রাখার বালুর নিচে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ২ শিশু হলো, সাঁড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে জিহাদ (৮) ও একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৮)। তারা সাঁড়া পানিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ছিল।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ওই পরিবারের বরাত দিয়ে জানান, এদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে সাঁড়া পদ্মা নদীর তীরে বালুর খামালে বন্ধুদের সাথে শিশু হিমেল ও জিহাদ খেলাধুলা করছিল। এসময় বৃষ্টির পানিতে বালু নরম থাকায় বালু ধ্বসে ওই দুই শিশু বালির স্তুপের নিচে চাপা পড়ে।

এ সময় অন্য শিশুদের চেঁচামেচি ও চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। পরে দুই শিশুর পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা হবে। প্রাথমিকভাবে এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ