সোমবার , ১৮ জুলাই ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. তারুণ্য
  14. ধর্ম
  15. নির্বাচন

ঈশ্বরদীতে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত , আহত ৬

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৮, ২০২২ ৭:১৯ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত , আহত ৬

ঈশ্বরদী উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কে প্রাইভেট কারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মেহেদি হাসান মিঠু (৪০) নামে সিএনজি চালক নিহত হয়েছে।

এতে প্রাইভেটকারের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বিশ্বরোড মোড় আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সিএনজিচালক মেহেদি পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী গ্রামের আতাউর রহমানের ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল এতথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মোখলেছুর রহমান জানান, সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬ টায় ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে একটি সিএনজি যাত্রীদের নিয়ে পাকশীর রূপপুর যাওয়ার সময় কুষ্টিয়ার থেকে আসা বিপরীতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ও সিএনজি দুমড়ে-মুচরে রাস্তার পাশে ছিঁটকে পড়ে। এসময় প্রাইভেটকার ও সিএনজিতে থাকা চালকসহ সাতজন আহত হয়। তাৎক্ষণিক খবর ২ জনকে আগে এবং ৫ জনকে পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন সিএনজিরচালকের মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, সুরতহাল শেষে মরদেহটি পুলিশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবার থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

https://www.facebook.com/amader.ishurdi.3/videos/461998198691684

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!