রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে কনক শরীফের বিলবোর্ড ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা

প্রতিবেদক
আমাদের বিনোদন রিপোর্ট :
আগস্ট ৬, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবলিত বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষেরদের মধ্যে বইছে সমালোচনার ঝড়। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সাকিবুর রহমান শরীফ কনক ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিল বোর্ড বসান। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রয়াত ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছবি ছিল। কিন্তু শনিবার রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নতুন মোড় এলাকায় সেই বিলবোর্ড ছিঁড়ে ফেলে হয়। বিলবোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে সাকিবুর রহমান শরীফ কনক জানান, ‘জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের প্রচার এবং বিভিন্ন দিবস উপলক্ষে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার টাঙানো হয়। কিন্তু যারা সরকারের উন্নয়নকে সহ্য করতে পারছে না, যারা পেশীশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি করে তারাই বিলবোর্ড ছিঁড়ে ফেলছে।’

দাশুড়িয়া বাজারের নৈশ প্রহরী আবু তোরাব বলেন, সকালে এসে জানতে পেরেছি এই বিল বোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে।

দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম বাদশা মালিথা বলেন, ‘জাতির জনক ও প্রধানমন্ত্রী সংবলিত বিলবোর্ড ছিঁড়ে ঘৃণ্যতম কাজ করেছে। এরা আর যাই হোক অন্তত আওয়ামী লীগের কর্মী হতে পারে না। আমি এর কঠিন নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সংসদ সদস্য (এমপি) পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। ব্যানার ও পোস্টারগুলোতে ঈদ শুভেচ্ছা, ৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ উপলক্ষে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছিল। কিন্তু দুষ্কৃতকারীরা ব্যানার ও পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছে। এই বিষয়টি জেলা আওয়ামী লীগ ও জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

সর্বশেষ - ঈশ্বরদী

error: Content is protected !!