সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার
Ticker news is only displayed on the front page.

ঈশ্বরদীতে লক্ষ্যমাত্রার চেয়ে ২৬৬ টন বেশি মাছ উৎপাদন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২৪, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদী উপজেলায় ছোট-বড় দুই হাজার ৪৭৬টি জলাশয় রয়েছে। এসব জলাশয়ে বছরে ছয় হাজার ২১৬ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৬৬ মেট্রিক উৎপাদন টন বেশি।

সোমবার দুপুরে ‘মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম’ বিষয়ে স্থানীয় মৎস্য চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ. রহমান খান।

খামার ব্যবস্থাপক রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।

বক্তব্য দেন জাগরণী চক্রের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, জেলার অন্য উপজেলার তুলনায় ঈশ্বরদীতে বাণিজ্যিক ভাবে মাছের চাষ বেশি হচ্ছে। এখানে মৎস্য চাষির সংখ্যা এক হাজার ৫২২ এবং মৎস্যজীবী এক হাজার ৬৯৩ জন। চাহিদার তুলনায় এখানে ২৬৬ মেট্রিক বেশি মাছ উৎপাদন- যা খুবই আশাব্যঞ্জক।

সভায় শেষে মৎস চাষি ও জেলেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পরামর্শ দেওয়া হয়।

সর্বশেষ - ঈশ্বরদী

আপনার জন্য নির্বাচিত
<p>দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ</p>