সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

পাকশী রেলওয়ের আবাসিকে উচ্ছেদ স্থগিত রাখার জন্য ডিআরএমকে স্মারকলিপি

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৭, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

ঈশ্বরদীর পাকশী রেলওয়ের আবাসিক এম এস কলোনী থেকে বহিরাগত উচ্ছেদ স্থগিত রাখার আবেদন জানিয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই) সকালে পাকশী ডিআরএম কার্যালয়ে ওই কলোনীতে বসবাসকারী শতাধিক পরিবার এ স্মারকলিপি প্রদান করে। পাকশী রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ এ স্মারকলিপি গ্রহণ করেন।

এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করতে ডিআরএম কার্যালয়ে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যান। এতে ছিলেন পাকশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো. মনোয়ার হোসেন লিটন, রেলওয়ে পৌষ্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন বাবু ও মো. মনোয়ারুল ইসলাম মিন্টু।

সকালে রেলওয়ের এম এস কলোনী থেকে শতাধিক পরিবারের নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুরা ডিআরএম কার্যালয়ে স্লোগান দিতে দিতে জমায়েত হন। তারা ডিআরএম কার্যালয়ের সামনে এক মানববন্ধন করেন তাদের দাবী জানিয়ে বক্তব্য রাখেন।


বক্তারা এ সময় বলেন, আমরা কতিপয় ছিন্নমূল পরিবার বিগত পাকশীনামল ও স্বাধীনতা পরবর্তী সময় থেকে রেলওয়ের পরিত্যক্ত বাসাবাড়ি এমএস কলোনীতে বসবাস করে আসছি। সহায় সম্বল হারানো এ পরিবার গুলো স্থানীয় সংসদ সদস্যর কাছে পূনর্বাসন ও ক্ষতিপূরণ দাবী করে আসছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এ উচ্ছেদ অভিযান স্থগিত রাখার জন্য আমরা দাবী জানাচ্ছি।

এদিকে পাকশী রেলওয়ে অফিস থেকে গত কয়েকদিন পূর্বে মাইকিং করে জানানো হয়েছিল ১৮ জুলাইয়ে এমএস কলোনীতে বসবাসকারী বহিরাগতদের উচ্ছেদ করা হবে। তারই প্রেক্ষিতে আজ এ স্মারকলিপি প্রদান করে ওই কলোনীর সকল পরিবারগুলো।

রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ স্মারকলিপি গ্রহণকালে বলেন, মানবিক দিক বিবেচনা করে ওই কলোনীর বাসিন্দাদের কিছুটা সময় দেওয়া যেতে পারে তবে এ মাসেই দু’একটি ভবন তাদের ছেড়ে দিতে হবে। এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে ওই কলোনীর সকল ভবন বহিরাগত দখলমুক্ত করা হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ