রবিবার , ২ জুলাই ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

প্রাইভেটকারের ধাক্কা
ঈশ্বরদীতে সড়কে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে মোটরচালিত ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাসনিয়া লামিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও ২ জন আহত হয়েছেন। রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুলাডুলি ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া মুলাডুলি শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে।

জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরচালিত ভ্যান যাত্রী নিয়ে মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়া যাওয়ার সময় ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী সাথি খাতুনের কোল থেকে তার শিশু সন্তান তাসনিয়া ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভ্যানচালকসহ আরও ২ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্নাল বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : পদ্মার বালু নিয়ে বিরোধ : ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগকর্মী নিহত

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ