শুক্রবার , ৫ মে ২০২৩ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. ঈশ্বরদী
  5. করোনাভাইরাস
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. চাকরির খবর
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. নির্বাচন
  14. পাবনা
  15. ফিচার

ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ৫, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের সাঁড়া গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশু হলেন সাজ্জাদ হোসেন (৩)। তিনি ওই এলাকার সাজেদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির পাশে একটি সড়কে খেলা করছিল সাজ্জাদ। বিকেলে জমি চাষ করা একটি ট্রাক দেখে সেটির পেছনে দৌড়াতে থাকে সে। পথে ওই ট্রাকের চাকা মাটিতে দেবে গেলে চালক সেটি পেছনে নেয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ ট্রাকটি পেছন দিকে চলে এলে পেছনের চাকায় চাপা পড়ে সাজ্জাদ। এতে সে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই শিশুর।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঈশ্বরদী

দুঃখিত,এই ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা নিষিদ্ধ